আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৯ মে ২০২২ ০৮:১১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে গতকাল রবিবার আদালতে প্রেরন করা হয়েছে। থানা পুলিশসূত্রে জানাযায়, গত (২৮ মে) শনিবার গভীর রাতে সাতকানিয়া থানার সহকারি উপ পরিদর্শক রামধন চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কালিয়াইশ ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক মামলায় ১ বছর ৬ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামী  মোহাম্মদ ইসমাইল (৩৫) কে গ্রেফতার করেছেন। সে কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কটগড় এলাকার আবদুল কাইয়ুমের ছেলে। গ্রেফতারকৃত ইসমাইলের বিরুদ্ধে সাতকানিয়া থানার ২০১৯ সালের  ১৪ (০৮) মামলার ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০ (ক) মুলে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা অর্থদন্ডে অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ড প্রদান করেছে আদালত। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক  মোহাম্মদ আবদুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আজ আদালতে প্রেরন করা হয়েছে।