আজ শনিবার ১১ মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
থানায় মামলা দায়ের

সাতকানিয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া। | প্রকাশের সময় : রবিবার ৪ ডিসেম্বর ২০২২ ০৫:৫০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ ৩ নং ওয়ার্ডের বাসিন্দা গোলতাজ বেগম (৫০) ও মোঃ হাসান আলীকে (১৫) কুপিয়ে যখন করেছে একই ওয়ার্ডের বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে মোঃ রবিউল আলম (৩০), মোঃ সাজ্জাদ (২২) ও মোঃ খোরশেদ (৩৩) এবং মৃত শরম আলীর পুত্র আব্দুল জব্বার (৫৫) । জানা গেছে, হামলাকারীরা নিজেদের জমির চারিদিকে ঘেরাবেড়া দিয়ে গোলতাজ বেগমের ছেলে আজগর আলী গং এর ফসলি জমির ওপর দিয়ে চলাচল করে ফসলের ক্ষতি করতে থাকায় মমতাজ বেগম ও ছেলে মোঃ হাসান তাদেরকে ফসলি জমির ওপর দিয়ে চলাচলে বাধা দেয়। এমতাবস্থায় তারা ক্ষিপ্ত হয়ে দা, ছুরি, রড দিয়ে গোলতাজ বেগম ও তার ছেলে মোঃ হাসান নামে দুজনকে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে দুজনের মাথা ও হাতে মারাত্মকভাবে আঘাত লাগে। মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয় । গত ২৩ নভেম্বর সংগঠিত হামলায় মা মমতাজ ও ছেলে মোঃ হাসানকে জখমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ নভেম্বর গোলতাজ বেগমের ছেলে আজগর আলী বাদী হয়ে প্যানাল কোড ৪৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬ মতে সাতাকনিয়া থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত আসামীরা হলেন মোঃ রবিউল আলম (৩০), পিতা আব্দুল জব্বার, আব্দুল জব্বার (৫৫) পিতা- মৃত শরম আলী, মোঃ সাজ্জাদ (২২) ও মোঃ খোরশেদ (৩৩) পিতা- আব্দুল জব্বার। পুলিশ এখনও পর্যন্ত কোনো আসামীকে গ্রেপ্তার না করায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার। এই বিষয়ে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন, অপরাধীদের কোনো ছাড় নেই তাদেরকে আইনের আওতায় আনার জোর চেষ্টা চালান। কালিয়াইশের ইউপি চেয়ারম্যান হাফেজ আহমদ জানান, এই ঘটনার বিষয়ের তিনি অবগত নন। তবে ঘটনাটা হয়ে থাকলে দুঃখজনক।