আজ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের ৫৭ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১১ অগাস্ট ২০২২ ০৭:৫১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারী নির্দেশনা মতে রাত আটটার মধ্যে সকল মার্কেট ও দোকান পাট বন্ধ নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। গত ১০ আগষ্ট বুধবার রাতে উপজেলার কেওচিয়া ইউনিয়ন ও বাজালিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। বিদ্যুৎ আইন ১৯১০ অনুযায়ী উপজেলার কেওচিয়া ইউনিয়নের কেরানীহাট বাজারে ৫টি দোকানে ২২০০০টাকা ও বাজালিয়া ইউনিয়নের ১ টি দোকানে ৫০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কেওচিয়া ও বাজালিয়া ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন করতে  না পারায় এবং ট্রেড লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ৪ টি মামলায় ৩০০০০টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফাতেমা-তুজ-জোহরা সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ও সরকারি নির্দেশনা প্রতিপালনে জন্য অনুরোধ করেন ও অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারি জানিয়ে  বলেন, জনস্বার্থে  উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।