আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দুই লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ

সাতকানিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৫ জুলাই ২০২২ ০৮:০৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় গতকাল (সোমবার) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজারে ও কেঁওচিয়া ইউনিয়নে কেরানীহাট বাজারে অবৈধভাবে মাছ ধরার কারেন্ট জাল বিক্রি এবং চিংড়িতে অবৈধভাবে  জেলির উপস্থিতি পাওয়ার অপরাধে সর্বমোট ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়। কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজারে অবৈধভাবে মাছ ধরার কারেন্ট জাল বিক্রির করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৩ টি দোকানে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আবসার উদ্দিন জোট পুকুরিয়া বাজার ১০,০০০ এয়াকুব সওদাগর জোট পুকুরিয়া বাজার ২০০০ সাইফুল ইসলাম জোট পুকুরিয়া বাজার ৮০০০ লোকমান সওদাগর কেরানীহাট ১০,০০০ হেলাল সওদাগর কেরানীহাট ৫০০০ জাগীর হোসেনকে ১০,০০০টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কেঁওচিয়া ইউনিয়নে কেরানীহাট বাজারে চিংড়িতে অবৈধভাবে জেলির উপস্থিতি পাওয়ার অপরাধে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ টি দোকানে মোট ২৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং ১৪ কেজি চিংড়ি জব্দ করা হয়। সবার উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় ও চিংড়িসমূহ মাটিতে পুঁতে পেলা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। অভিযানে সাতকানিয়া উপজেলা মৎস্য অফিসার  সৈকত শর্মা সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।