আজ রবিবার ৫ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

সাতকানিয়ায় পুলিশ পরিচয়ে ইট ভাটার অফিসে ডাকাতি, নগদ টাকা লুট ও সিসি ক্যামেরা ভাংচুর

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : বুধবার ২৪ জানুয়ারী ২০২৪ ০৯:২৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় একটি ইটভাটার অফিসে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনাটি নিছক ডাকাতির ঘটনা নয় বলে ভাটার মালিক মঈনুদ্দিন জানিয়েছেন। গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে এনবিএম নামক ইটভাটায় ঘটনা ঘটে। এ ঘটনায় নগদ টাকা,সিসি ক্যামেরা ভাঙচুর ও ক্যামেরার যন্ত্রাংশ নিয়ে যায় ডাকাত দল। ইটভাটার ম্যানেজার আবদুর রহমান ও হিসাব সহকারী তৌহিদুল ইসলাম বলেন, বুধবার ভোর পাঁচটার দিকে হানিফ পরিবহনের একটি বাস ও একটি প্রাইভেটকার নিয়ে ১০-১৫ জনের মুখোশ পরিহিত অস্ত্রধারী ডাকাতদল প্রথমে ইটভাটার প্রধান ফটকে এসে দারোয়ান মোহাম্মদ শাহজাহানকে গেট খুলতে বলে। দারোয়ান এতে অস্বীকৃতি জানালে পুলিশ পরিচয় দিয়ে ইটভাটা ও অফিসে তল্লাশি করার কথা বললে দারোয়ান গেট খুলে দেয়। পরে ডাকাত দল ইট ভাটার অফিসে কর্মরত কয়েকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে তাদের সাথে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় এবং হাত-পা বেধে একটি কক্ষে ঢুকিয়ে তালাবদ্ধ করে রাখে। পরে অফিসে ঢুকে ডাকাত দল ক্যাশ ভেঙে নগদ ৫৬ হাজার টাকা ও দারোয়ানের পকেটে থাকা কিছু টাকা লুটে নেয়। ডাকাত দল চলে যাওয়ার সময় ইটভাটার মালিককে এই বিষয়ে বাড়াবাড়ি করলে পরিণাম খারাপ হবে বলে হুমকি দিয়ে চলে যান। জানা যায়,২০২১ সালের ২৮ ফেব্রæয়ারি গভীর রাতে ইটভাটার মালিক মঈনুদ্দিনের বাবা ও একই উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়া নিজ শয়নকক্ষে হত্যাকান্ডের শিকার হন। এ ঘটনায় ইটভাটার মালিকের বড় ভাই নেজামুদ্দিন বাদী হয়ে বাড়ির কেয়ার টেকার জমির উদ্দিন কে একমাত্র আসামী করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে নিহতের ৪ ছেলে ও ৩ মেয়ে আদালতে অভিযোগপত্রের নারাজি দিলে আদালত মামলাটি পুন:তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেন। পরে পিবিআইও পূর্বের ন্যায় জমির উদ্দিনকে একমাত্র আসামি রেখে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলাটির এখন সাক্ষ্য গ্রহন চলছে। ইটভাটার মালিক মঈনুদ্দিন বলেন,ইটভাটার অফিসে তেমন টাকা রাখা হয় না। এটি নিছক ডাকাতির ঘটনা নয়। আমার বাবার হত্যাকান্ডের বিষয়টি এখন আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। বিষয়টির  সঠিক তদন্তের জন্য আমি বেশি তৎপর রয়েছি। বিগত মাস দু'য়েক আগে আমার উপর একটি নেগেটিভ ঘটনা ঘটেছিল। এ ঘটনাটি এরই একটি  অংশ হিসেবে মনে করছি। এ ঘটনাটি  সঠিকভাবে তদন্তের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি। আমি এ ঘটনায় থানায় মামলা করব। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন,এ ঘটনাটি চুরি,ডাকাতি নয়। এটি ইটভাটার মালিকের সাথে কারো দ্বন্ধের অংশ বলে মনে করছি। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আসল ঘটনাটি কী? এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।