আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় পিচ্ছিল মহাসড়কের যাত্রীসাধারণের ভোগান্তি

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া। | প্রকাশের সময় : রবিবার ১৯ মার্চ ২০২৩ ০৯:৪৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

সাতকানিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক এখন ইট ভাটার ট্রাকের কাদা মাটিতে পরিণত হয়েছে। পথচারীরা সড়কে চলাচল করতে পারছে না। বিশেষত দুর্ভোগের মুখে পড়েছেন দুরপাল্লার যানবাহন, মোটরসাইকেল চালকেরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা গাড়ী চালাচ্ছেন। সড়কের পাশের লোকজন ও ব্যবসায়ীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। ইটভাটার ট্রাকের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বহন করা মাটি সড়কে পড়ে বেশ কিছুদিন ধরে পথচারীদের ধুলায় টিকে থাকা দায় হয়ে পড়েছিল। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াতে পাকা সড়কগুলো কাদাময় হয়ে পড়েছে। মহাসড়কের কয়েক কিলোমিটারে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এছাড়া সাতকানিয়া কলেজ রোড়ে পাঁচটি ইট ভাটা থাকায় কলেজ রোড়েও কাদা মাটিতে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। সাধারণ মানুষের চলাচলসহ নিত্য প্রয়োজনীয় কাজে বেড়েছে দুর্ভোগ। কেরানীহাট ব্যবসায়ী রবিউল হাসান মিরফাত বলেন দ্রæত কাদা মাটি সরানো না হলে কলেজ ছাত্র-ছাত্রীরা ও সাধারণ পথচারী চরম দুর্ভোগের শিকার হবে তাই এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান ।