আজ রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

সাতকানিয়ায় জায়গা দখলের পাঁয়তারা অসহায় পরিবারের থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া : | প্রকাশের সময় : রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড নন্ধী পাড়া গ্রামে এক অসহায় পরিবারের জায়গা দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ নিয়ে গত শনিবার পেলু দাশ ও সম্পদ দাশ নামে দুজনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মিলন দাশ। অভিযোগে মিলন দাশ উল্লেখ করেন, পেলু দাশ ও সম্পদ দাশের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ আমার পৈতৃক জায়গা জমি এবং বসতভিটা নিয়ে বিরোধ চলে আসছে। পেলু দাশ আমাদের নামে ধর্মপুর ইউনিয়ন পরিষদে একটি মিথ্যা মামলা দায়ের করে। লোভের বশবর্তী হয়ে প্রতিনিয়ত জোরপূর্বক বেআইনিভাবে জায়গা দখল করার পাঁয়তারা চালাচ্ছে। সন্ত্রাসী কায়দায় দলবল নিয়ে জোরপূর্বক আমার বসতভিটাসহ এবং উত্তর ধর্মপুর চকিদার বাড়ী দূর্গা মন্দির দখল করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে। পেলু দাশ জোরপূর্বক জায়গা দখল করার জন্য নিজেই একটি মিথ্যা ভুয়া নোটিশ তৈরি করে জায়গা ভাগ করবে বলে। এছাড়া সম্পদ দাশ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আমাদের নামে একটি মিছ মামলা দায়ের করে। এবং ওই মামলাটি চলমান রয়েছে। মামলা নং— ৮১৫/২০২৩ইং। সে পেলু দাশের সাথে যুক্ত হয়ে আমার বাড়ীর চলাচলের রাস্তা দখল করার জন্য সন্ত্রাসী কায়দায় দলবল নিয়ে দখল করার জন্য পাঁয়তরা চালাচ্ছে। বাদী মিলন দাশ বলেন, আমি একজন অসহায় মানুষ। বিবাদীরা গায়ের জোরে অনেকদিন ধরেই জায়গা দখল করার চেষ্টা চালাচ্ছে। উল্লেখিত ব্যক্তিরা আমার পরিবারকে ওই জায়গা থেকে বিতাড়িত করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্তসহ আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।