আজ সোমবার ৬ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

সাতকানিয়ায় গায়ের জোরে বেদখলের অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : শনিবার ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:২৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় একটি অসহায় নিরীহ পরিবারের জমি দখলে নিতে মরিয়া স্থানীয় প্রভাবশালী একটি প্রতিপক্ষ। গতকাল শনিবার ১৬ই ফেব্রুয়ারি সকালে সাতকানিয়ার কালিয়াইশের ৭নং ওয়ার্ডের বাসিন্দা বাচাঁ মিয়ার দুই পুত্র আবু তাহের ও মো:জামাল উদ্দীন এমন অভিযোগের কথা জানান। আবু তাহের জানান, উপজেলার কালিয়াইশের ৭নং ওয়ার্ডের মাষ্টার হাট এলাকা সংলগ্ন মেইন রোডে আমাদের কিছু মৌরশী সম্পত্তি আছে যেগুলোর বর্তমান বাজার মূল্যে খুবই দামী,ওই জায়গার কিছু অংশ বিশেষ কালিয়াইশের কাঠগড়  মৌলভীর দোকান এলাকার মরহুম আবুল হোসেনের ছেলে আবুল মনছুর ও আবুল কালামরা কিনে নেয়। এরপর আমাদের ফুফুর সম্পত্তি বাকি থাকে মাত্র ৪গন্ডা, ওটা আমরা কিনে নিয়ে ভোগদখলে আছি। মূলত আমাদের ৪গন্ডা জায়গা মেইন রোডের পাশে না নিয়ে তারা বলছে হয়তো তাদের বিক্রি করি নয়তো পেছনের অংশে আমরা চলে যায়। ফলে আমরা কোনটাতে রাজি না হলে পুলিশ দিয়ে এবং নানান রকম হুমকি ধমকি দিয়ে বেদখল করার পায়তারা চালাচ্ছে, তাই আমরা তাদের বিরুদ্ধে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছি যা বর্তমানে তদান্তধীন আছে।