‘বষায় পানির ঢলে তলিয়ে যায় রোপা আমন আর শীতে পানির অভাবে রবি চাষে কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। সঠিক সময়ে সেচের পানি না পাওয়া ও সুইচ গেইট না থাকায় সাতকানিয়া উপজেলার দক্ষিণ ব্রাক্ষণডেঙ্গা-দুরদুরী এলাকার ৫শত একর জমিতে চাষাবাদ নিয়ে চিন্তিত প্রায় এক হাজার কৃষক। শিগগিরই পানি সরবরাহ করে স্থায়ী সমাধানের দাবি ওই এলাকার কৃষকদের। কৃষকরা স্বউদ্যোগে নির্মাণ করা হয়েছে পানি রক্ষা বাঁধ। গতকাল ২৬ জানুয়ারী বৃহস্পতিবার দক্ষিণ ব্রাক্ষণডেঙ্গা-দুরদুরী এলাকার গিয়ে ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ উপজেলার কয়েকটি গ্রামের প্রায় ১ হাজারের অধিক কৃষক ৫শত একর জমিতে চাষাবাদ করে জীবিকা নিবার্হ করে। শঙ্খ নদীতে মিলিত হয়েছে দুরদুরী খালটি। খালে সুইচ গেইট না থাকায় বর্ষাকালে পানির ঢলে তলিয়ে যায় কৃষকদের ফলস আর শীত মৌসুমে পানির অভাবে হয় না কোনো চাষাবাদ। চাষাবাদের জন্য স্থানীয় কৃষকরাই তৈরী করেছেন পানি রক্ষা বাঁধ। কৃষকরা বলছেন, এ এলাকায় কয়েক হাজার মানুষ সকলই কৃষি কাজের সঙ্গে জড়িত। আমাদের এখানে কোনো শিল্প কারখানা নেই যে, কৃষি কাজ না করে চাকরী করব। গত কয়েক বছর ধরে পানির অভাবে করতে পারিনি চাষাবাদ। জমি ফেটে গেছে পানির অভাবে। এখন জমি প্রস্তুতের সময়, কিন্তু পানির অভাবে এখন আমাদের বেকার সময় পার করতে হচ্ছে। কবে পানি পাব আর কবে জমি প্রস্তুত করব কোনো কিনারা পাচ্ছি না। একটি সুইচ গেইট থাকলে আজ আমাদের এ দশা হতো না। পানি জমিয়ে রাখার জন্য খালে একটি বাঁধ দিয়েছি আমরা কৃষকরা মিলে। এ জমানো পানি দিয়ে এবার চাষাবাদ করার জন্য চেষ্টা করছি। কৃষক হাফেজ আহমদ, তপন দাশ গুপ্ত, সুজিত দাশ গুপ্ত, মোহাম্মদ সোলাইমান, সোলতান, বিশ^জিৎ দাশ, মোহাম্মদ হোসাইন, আবু তৈয়ব, হারুনুর রশিদ, আবদুল গফুর ও ইন্দ্রিজিৎ দাশ গুপ্তসহ শতাধিক কৃষকদের দাবী একটি সুইচ গেইটের। তারা বলেন, গত কয়েক বছর ধরে একটি সুইচ গেইটের আশায় আবেদন করেছেন পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরের। কিন্তু মিলেনি কোনো সুরহা। ১ হাজারের অধিক কৃষক ৫শত একর জমিতে চাষাবাদ করে জীবিকা নিবার্হ করে। শঙ্খ নদীতে মিলিত হয়েছে দুরদুরী খালে সুইচ গেইট না থাকায় বষাকালে পানির ঢলে তলিয়ে যায় তাদের ফলস আর শীত মৌসুমে পানির অভাবে হয় না কোনো চাষাবাদ। সাতকানিয়া উপ সহকারী কৃষি কর্মকর্তা বিল্পব দে বলেন সুইচ গেইটের অভাবে প্রায় পাঁচশ একর জমিতে কৃষকরা চাষাবাদ নিয়ে চিন্তিত। সুইচ গেইটটি নির্মিত হলে কৃষকদের দূর্বোগ লাগব হবে। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী অপু দেব বলেন দক্ষিণ ব্রাক্ষণডেঙ্গা-দুরদুরী এলাকায় সুইচ গেইট নির্মাণের জন্য প্রকল্পের বরাদ্ধ প্রায় চুড়ান্ত। শীঘ্রই কাজ শুরু হবে।