আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়ার-বাজালিয়ায় অস্থায়ী গরুর বাজার বসানোর অনুমতি পেয়েছে

নুরল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : বুধবার ৬ জুলাই ২০২২ ০৫:১৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

প্রতি বছরের ন্যায় এ বছরও কোরবানী উপলক্ষে বাজালিয়ায় অস্থায়ী গরুর বাজার বসানোর অনুমতি পেয়েছেন সাতকানিয়া উপজেলার ১৩নং বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু তাপস কান্তি দত্ত। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফাতেমাতুজ জোহরার স্বাক্ষরিত অস্থায়ী গরুর বাাজার বসানোর অনুমতি দেওয়া হয়। আগামী ৮-৭-২০২২ইং শুক্রবার অস্থায়ী গরুর বাজার বসবে বাজালিয়া বুড়ির দোকান হইতে ভোর বাজার পর্যন্ত উল্লেখ রয়েছে। চেয়ারম্যান তাপস কান্তি দত্ত বলেন কোরবানী উপলক্ষে বৃহত্তর বাজালিয়ার গরুর বাজারটি প্রতি বছর হয়, কয়েক বছর যাবৎ নিজ দায়ীত্বে সম্পূর্ণ হাসিলমুক্ত গরুর বাজার করে আসছি, তারই ধারাবাহিকতায় এ বছরও হাসিলমুক্ত গরুর বাজার বসবে, সেই সুবাদে বিভিন্ন দুর দুরান্ত থেকে হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগম হয়। হাসিলমুক্ত হওয়ায় নিজেদের ইচ্ছামতো বেচা কেনা করতে পেরে সবাই খুশি হয়। তিনি আরো বলেন গরুর বাজারে যেন কোন ধরনের বিশৃঙ্খলা না হয় সেই জন্য সাতকানিয়া থানা প্রশাসন সার্বক্ষনিক নজরদারীতে থাকবে, সে সাথে বাজালিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য/ গ্রাম পুলিশসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদয় মনিটরিং এ থাকবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন কেরানীহাট বান্দরবান মহা সড়কের দুপাশে বাজালিয়া এলাকায় গরুর বাজারটি বসতেন, সড়কের উপর বাজার বসাতে যানবাহন চলাচলে যানজট লেগে থাকে, যানজটের কারনে ক্রেতা বিক্রেতা ও সাধারণ মানুষে চরম ভোগান্তির শিকার হতো। তাই জনগনের স্বার্থে মহাসড়ক বাদ দিয়ে বুড়ির দোকান হতে ভোর বাজার পর্যন্ত  বাজার বসানোর অনুমতি পেয়েছি। সহযোগিতায় সুন্দর ও সুষ্ট ভাবে গরুর বাজার চলবে।