নবম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতকানিয়ার এওচিয়ায় নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য সাতকানিয়া সরকারী কলেজের সাবেক সভাপতি আবু ছালেহ। গতকাল শুক্রবার বিকালে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিষয়টি সংবাদিকদের নিশ্চিত করেছেন। উল্লেখ্য, নবম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, মনোনয়ন পত্র বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে, ভোট গ্রহণ ১৫ জুন অনুষ্ঠিত হবে।