চট্টগ্রামের সাতকানিয়ায় বিধবা এক অসহায় নারীর বসতবাড়ি দখল নিতে গভীর রাতে হামলা লুঠ-পাট ও ভাংচুর চালিয়েছে এলাকার চিহিৃত সন্ত্রাসী বেলাল ও তারসহযোগীরা। এঘটনায় বিধবা সিরাজ খাতুন ও তার ছেলে আহাম্মদ হোসেন আহত হয়েছে। ঘটনায় মামলা হয়েছে সাতকানিয়া থানায়।
আহত সিরাজ খাতুন দৈনিক সাঙ্গুকে জানান বেলাল উদ্দিনের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল শুক্রবার রাত ২টার সময় বেলাল হোসেসের নেতৃত্বে আবদুল আলিম (৪৭) শাহ আলম (৪২) মো: জাফর (৪৩) আবদুর রহিম (৩৮) মোহাম্মদ আলী (৩৯), আলমা খাতুন (৬৫), আয়েশা খাতুন (৩৮) তার ছদাহা ইউপিস্থ ছদাহা, বিছিন্না পাড়া, ০২নং ওয়ার্ডের টিন শেড ঘরে দাকিরিচ, লোহার রড, করাত, গাছের বাটাম ইত্যাদি নিয়া ঘর ভাংচুর করা শুরু করে। এ সময় বিবাদীদের ভাংচুরের শব্দে আমার ও আমার ছেলের ঘুম ভেঙ্গে যায়। একপর্যায়ে তারা আমার টিনশেড ঘর ভেঙ্গে ভেতরে ঢুকে আমাকে টানা হেচড়া করে বাইরে এতে লাঞ্চিত ও শ্লীলতাহানী করে। তারা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। টিনশেড ঘর ভেঙ্গে তছনছ করে ফেলে। এছাড়া এ সময় ঘরে থাকা নগদ এক লক্ষ ষাট হাজার টাকা, ০১টি নকিয়া বাটন মোবাইল । ফোন, ০২ ভরি বিভিন্ন স্বর্ণ অলংকার এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। আমাদের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হলে তারা প্রকাশ্যে হুমকি প্রদান করে যে, উক্ত ঘটনার বিষয়ে কোথাও কোন অভিযােগ দিলে আমাদেরকে মারধর সহ প্রাণে হত্যা করিবে,মিথ্যা মামলায় জড়িবে বলে হুমকি প্রদান চলে যায়। তিনি আরো বলেন আমার বয়স এখন ৮০ এই ভিটাটুকু আমার জীবনের শেষ সম্বল এটাই কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছে চক্রটি। তিনি ঘটনার বিচার দাবী করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।