আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১
সভাপতি খোকন, সম্পাদক জাহেদ

সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সাতকানিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৩ অগাস্ট ২০২২ ০৭:১০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন গতকাল শনিবার সকালে সম্পন্ন হয়েছে। উপজেলা সদরের সাতকানিয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পটিয়া শোভনদন্ডী (ডিগ্রী) কলেজের অধ্যক্ষ মো. হামিদ হোসাইন নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন। পঞ্চবার্ষিকী এ নির্বাচনে গঠিত কমিটির কর্মকর্তারা আগামী ৫ (পাঁচ) বৎসর দায়িত্ব পালন করবেন। সাতকানিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহফুজ-উননবী খোকন (দৈনিক যুগান্তর), অবজারভার, পূর্বকোণ) সভাপতি, মো. জাহেদ হোসাইন (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ও এশিয়ান এইজ) সাধারণ সম্পাদক, সৈয়দ আবরার শাহরিয়ার স¤্র্রাট (সিভয়েজ) সহ সম্পাদক , ইকবাল মুন্না (দৈনিক পূর্বকোণ) সাংগঠনিক সম্পাদক, নূরুল ইসলাম সবুজ (দৈনিক সাঙগু) অর্থ সম্পাদক, সৈয়দ হাবীবুল্লাহ (দৈনিক ইনকিলাব) প্রচার সম্পাদক, নাজিম সালাম (দৈনিক আমাদের চট্টগ্রাম ও আমাদের বাংলা) দপ্তর সম্পাদক, নির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন সৈয়দ গোলাম নবী (বিএনএ), তারেকুল ইসলাম (মানবজমিন, একুশে পত্রিকা ও গ্লোবাল টিভি), সৈয়দা সাজিয়া আফরিন তানিয়া (ওম্যান ভয়েজ) ও শঙ্কর কান্তি দাশ  (ঢাকা ট্রিবিউন)। ইতোপূর্বে গত শুক্রবার সন্ধ্যায় ক্লাবের সকল সদস্যরা সাধারন সম্পাদক মো. জাহেদ হোসাইনের বাসভবনে এক সাধারন সভায় মিলিত হন।