আজ সোমবার ১৩ মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

সাতকানিয়া পুলিশের উদ্দ্যেগে কমিউনিটি পুলিশিং ডে পালন

নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া : | প্রকাশের সময় : শনিবার ২৯ অক্টোবর ২০২২ ০৭:০৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

‘সমাজের অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করছে কমিউনিটি পুলিশ’ সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেছেন, কমিউনিটি পুলিশ জনগণকে সম্পৃক্ত করে সমাজের অপরাধ দমন, প্রতিকার ও প্রতিরোধে কাজ করছে। সারাদেশে কমিউনিটি পুলিশিং এর সঙ্গে কয়েক লাখ মানুষ যুক্ত রয়েছেন। ফলে সমাজে যেসব সমস্যা সৃষ্টি হয়, সেগুলো সমাধানে কাজ করা সম্ভব হচ্ছে। গতকাল শনিবার (২৯ অক্টোবর) সাতকানিয়া থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশি বিশেষ ভূমিকা পালন করে আসছে। সচেতন মানুষ ও পুলিশের সমন্বয় হলে সমাজে বিস্তার করা অপরাধ শূন্যের কোটায় নিয়ে আসা সম্ভব। অপরাধ নির্মূলে সচেতনতার বিকল্প নেই। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মাষ্টার ফরিদুল আলম প্রমুখ। এসময় সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং এর ভূমিকার কথা উল্লেখ করে থানা এলাকায় অপরিচিত লোকের আগমন, চোর, ডাকাত, মাদক ব্যবসায়ী জঙ্গিসহ বিভিন্ন অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানান অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান। প্রয়োজনে যেকোন সমস্যা-সহযোগিতার জন্য সরাসরি তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এরআগে থানা চত্বর থেকে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ ¯েøাগানকে সামনে রেখে বর্নাঢ্য এক র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।