আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া : | প্রকাশের সময় : শনিবার ৯ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৩৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে  সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ খায়রুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানাধীন কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে রাত ২. ঘটিকায় সময় ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কাইয়ুম (৪০) কে গ্ৰেফতার করা  হয়। সে রাজবাড়ী জেলার পাংশা থানার ৩নং ওয়ার্ড শাকদাহ মন্ডল বাড়ীর আবু বকর মন্ডলের‌ ছেলে।

অপর আর এক অভিযানে এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ এক‌ই এলাকায় 

বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৩.ঘটিকার সময় ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ইউসুফ (৪০) কে গ্ৰেফতার করিতে সক্ষম হয়। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার জাদিমোড়া ক্যাম্প-২৬, ব্লক ডি-২, এলাকার জাহিদ হোসেনের ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।