আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানার ভুক্ত ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া : | প্রকাশের সময় : সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৩৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এএসআই রতন কুমার মল্লিক সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত নজরুল ইসলামকে নিজ বাড়ি হইতে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার পশ্চিম গাটিয়াডেঙ্গা (এরশাদ আলী মেম্বারের বাড়ীর মরহুম আবদুল হাকিমের ছেলে।এএসআই মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত জমির উদ্দিনকে গ্ৰেফতার করা হয়। সে এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল এলাকার মৃত ইসলামের ছেলে।

এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত মোঃ ইদ্রিসকে নিজ বাড়ি হইতে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার চরতী ইউনিয়নের দ্বীপ চরতী (দ্বীপ পাড়ার মৃত আবদুল মতলবের ছেলে।এএসআই মোঃ ইসমাইল সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত আসামী আবদুল মাবুদ (৩৫)কে গ্ৰেফতার করে। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার মাদার্শা ইউনিয়নের ৯নং ওয়ার্ড  উত্তর মাদার্শার সিকদার পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে।

এএসআই মোঃ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত শেখ আহম্মদকে নিজ বাড়ি হইতে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের সোয়াজান পাড়ার মৃত কালু মিয়ারছেলে।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।