আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে অবৈধ এলজি (বন্দুক) সহ ১জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া : | প্রকাশের সময় : শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ১০:০৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ (বিপিএম-পিপিএম) দিক নির্দেশনায়,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান সার্বিক তত্ত্বাবধায়নে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকারের সু-দক্ষ তদারকীতে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ আবদুর রব সঙ্গীয় ফোর্সসহ সাতকানিয়া থানাধীন মাদার্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নেতাফকির পাড়াস্থ নেতা ফকির পাড়া জামে মসজিদের পূর্ব পার্শ্বে টেলিভিটা ব্রিজের উত্তর পার্শ্বে আবদুর রশিদের টিনসেড বসত ঘরের সামনে চলাচলের রাস্তার উপর হইতে মজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশা(৪৫),কে ১টি দেশিয় তৈরি এলজি (বন্দুক) এবং ৫টি রাবার বুলেট কার্তুজসহ গ্রেফতার করিতে সক্ষম হয়। মজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশা হলেন চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার মাদার্শা ইউনিয়নের ২নং ওয়ার্ড রূপনগর,মিঠাদের বাড়ীর আসহাব মিয়ার ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার বলেন

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।