আজ সোমবার ৬ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

সাতকানিয়া এওচিয়ায় ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব অনুষ্টিত।

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া : | প্রকাশের সময় : শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩ ১০:২৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৬ নং এওচিয়া ইউনিয়নের সৎসঙ্গ অধিবেশনন কেন্দ্রে গতকাল শনিবার  দিন ব্যাপি বিভিন্ন মাঙ্গলীক অনুষ্টানের মধ্যে দিয়ে অনুষ্টিত হয়েছে যুগপুরুষোত্তম্  পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৬ তম জন্ম মহোৎসব।

সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের সভাপতি সজীব দাশের সভাপতিত্বে ও সাংবাদিক শংকর কান্তি দাশের পরিচালনায় ধর্মসভায় প্রধান অথিতি ছিলেন সৎসঙ্গ বাংরাদেশের সহ-সভাপতি সহপ্রতি ঋত্বিক অধ্যাপক প্রদীপ কুমার দেব, প্রধান আলোচক ছিলেন সৎসঙ্গ বিহার চট্টগ্রামের সভাপতি সহপ্রতি ঋত্বিক তিমির কান্তি সেন, বিশেষ অতিথী ছিলেন সিলেট শ্রীহট্ট সৎসঙ্গ বিহারের ইন্চার্জ অধ্যাপক আশুতোশ দাশ, এওচিয়া ব্রক্ষময়ী কালী মন্দির ও শ্রীশ্রীকৃষ্ণ মন্দিরের সভাপতি অমিত কান্তি দত্ত, সাতকানিয়া উপজেলার পূজা উযাপন পরিষদের সাবেক সভাপতি, এওচিয়া ব্রক্ষময়ী কালী মন্দির ও শ্রীশ্রীকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক রাজিব কান্তি দাশ,  বিশিষ্ট সমাজ সেবক উত্তম কান্তি দাশ, লাইয়ন দেবাশিষ দাশ নয়ন। শ্রীমতি রত্না চক্রবর্তীর সভাপতিত্বে মাতৃসম্মেলনে আলোচনা করেন শ্রীমতি মন্জুলা ব্যানার্জী, চায়না রানী শীল,শ্যামলী দাশ, পাপড়ী দে।  বক্তারা পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন ও বানী নিয়ে আলোচনা করেন। অনুষ্টানের কর্মসুচির মধ্যে ছিল। উষা কির্তন, নগর পরিক্রমা, সমবেত বিনতি প্রার্থনা, সৎ গ্রন্তাদি পাঠ, নাম সংকৃর্তন, সত্যানুস্সরণ,গীতা পাঠ,ভক্তিগীতি প্রতিযোগিতা,  সংগীতান্জলী, নৃত্যা অনুষ্টান,  মাতৃসম্মেলন, ধর্মসভা, যাদু প্রদর্শনী,  পুরুস্কার বিতরণ, শীত বস্ত্র বিতরণ, ভান্ডারা প্রসাদ বিতরণ, অনুষ্টানে ৫০ জন সৎনামে দীক্ষা গ্রহণ করেন।