আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা বেগম

নূরুল ইসলাম সবুজ , সাতকানিয়া | প্রকাশের সময় : সোমবার ১৫ মে ২০২৩ ০৮:১৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি চিকিৎসা জনিত কারণে ভারত গমন করার পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান আনজুমান আরা বেগম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। আগামী ১৪ মে থেকে ২৪ মে ১১ দিন উপজেলা চেয়ারম্যান মোতালেবের অনুপস্থিতিতে আনজুমান আরা পরিষদের আর্থিক লেনদেনসহ প্রয়োজনীয় অফিসিয়াল কর্মকাণ্ড পরিচালনা করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ- জোহরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।