আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ২জনকে ২০দিনের বিনাশ্রম কারাদন্ড

নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৪ মে ২০২৩ ০৬:৫০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

সাতকানিয়া উপজেলায় গভীর রাতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী। ৩ মে দিবাগত রাতে সাতকানিয়া উপজেলা পরিষদের পূর্ব পাশে ছদাহা ইউনিয়নের আফজলনগর,ও সোনাকানিয়া ইউনিয়ন এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় সোনাকানিয়া বোর্ড অফিসের পূর্ব পাশের মাঠের কৃষি জমি থেকে মাটি (টপসয়েল) কাটার সময় হাতেনাতে ২ জনকে আটক করা হয়। এছাড়া মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে কিছু দুষ্কৃতকারী পালিয়ে যাতে সক্ষম হয়। আটককৃতরা হলেন মোঃ খোরশেদ আলম(২৯), মোঃ আবুল হোসেন(৪০), মোঃ ‌খোরশেদ আলম হল চট্রগ্রাম জেলার লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের আবু তাহেরের ছেলে। মোঃ আবুল হোসেন হল লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের শামসুল আলমের ছেলে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।