আজ শুক্রবার ৩ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

সাতকানিয়ায় বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ১০:২৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ার বিলে এক কৃষকের মরদেহ পাওয়া গেছে। স্থানীয় লোকজন তাকে জীবিত ভেবে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। তার নাম আব্দুল আজিজ (৪০)। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।পরিবারের পক্ষ থেকে আব্দুল আজিজকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে বলে দাবি করা হলেও পুলিশ বলছে,আজিজের দেহে আঘাতের কোন ছিন্ন নাই । তারপরও আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করছি। রিপোর্ট আসার পর হত্যা না স্বাভাবিক মৃত্যু তা জানা যাবে। জানা যায়, নলুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৌলভী পাড়ার আব্দুল মজিদের পাডা ছেলে আব্দুল  আজিজ প্রতিদিনের ন্যায় সকাল সাঁড়ে সাতটার তালতল এলাকার পূর্বে নিজের ধান ক্ষেত পরিচর্যা করার জন্য যায়। এরপর সকাল নয়টার সময় স্থানীয় রহিম নামের এক লোক আজিজকে মুমুর্ষ অবস্থায় দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়। খবর পেয়ে আজিজের ভাই আনোয়ার ও চাচাত ভাই বেলাল ঘটনাস্থলে গিয়ে আজিজকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আজিজকে মৃত্যু ঘোষনা করেন। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবু সাদাত বলেন, আজিজ নামের এক লোককে হাসপাতালে মৃত অবস্থায় এনেছে। তার ডান পায়ে একটি ছোট ক্ষতের চিহ্ন রয়েছে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, খবর পেয়ে আমরা কৃষক আজিজের লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের  জন্য প্রেরণ করছি। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা রিপোর্ট আসলেই জানা যাবে।