সাতকানিয়া উপজেলায় আপন সহোদর ছোট ভাইয়েরা বড় ভাইয়ের ঘরের দরজায় ওয়েল্ডিং করে দিয়ে ঘরে ঢুকতে বাঁধা সৃষ্টি করে। এ ঘটনায় এলাকায়ও ব্যাপক চাঞ্চল্য সৃষ্ঠি হয়েছে, ৯৯৯ ফোন দেওয়ার দীর্ঘ ৩ ঘন্টা পরে ঘটনাস্থলে পুলিশ এসে ঘরের দরজার তালায় ওয়েল্ডিং এর বিষয়টা সরাসরি দেখে নিশ্চিত করেছেন। ১৩ এপ্রিল সাতকানিয়া এওচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বুথপাড়া এলাকায় অমানবিক এ ঘটনা ঘটে। দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বাগ বন্টনের বিরোধের জেরে আপন সহোদর ভাইদের মধ্যে চাঞ্চল্যকর এ ঘটনা সংগঠিত হয় বলে ধারনা করা হচ্ছে। ঘটনার বিবরনে প্রকাশ ভুক্তভোগী আব্দুল মান্নান (৬৫) তার পরিবারের সদস্যদের নিয়ে কেরানিহাট থেকে ঈদের সময় পরিবার নিয়ে গ্রামের বাড়িতে এসে দেখেন বাড়ির দুই দরজায় ঝুলানো সব তালা ইলেকট্রিক ওয়েল্ডিং করে আটকে দিয়েছে সহোদর ভাইয়েরা। পারিবারিক বিরোধের জের ধরে তার ছোট ভাই আব্দুল হালিম, আব্দুল গফুর ও আব্দুল হাই গং তার ঘর তালাবদ্ধ করেছিল বলে জানা গেছে। তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ কে বিষয়টা জানালে তিনি তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করার ব্যবস্থা করেন। খোঁজ নিয়ে জানা যায় মান্নান এর ভাই আব্দুল হালিম গং দীর্ঘদিন যাবৎ তাদের এই অমানুষিক নির্যাতন করে যাচ্ছে। আমি উক্ত বিষয়ে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধির সার্বিক সহযোগিতা চাই। এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ জানান, একই পরিবারের মান্নান ও হালিম, গফুর, হাই গংদের মধ্যে জায়গা—জমি ও বাড়ি ভিটার সীমানা বিরোধ দীর্ঘ দিনের। অভিযুক্ত আব্দুল হালিম, আব্দুল গফুর, আব্দুল হাইয়ের কাঁছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তাদের অভিযুক্ত আব্দুল হালিমের মুঠোফোনে একাধিকবার কল করলেও কল রিসিভ করেননি। ইউনিয়ন পরিষদে এ নিয়ে মান্নান লিখিত অভিযোগ দেওয়ার পর আমরা বহুবার চেস্টা করেছি স্থানীয়ভাবে বসে সমাধানের, কিন্তু হালিম—গফুর গং’রা বিভিন্ন অজুহাতে সময়ের আবেদন করে করে কালক্ষেপন করাতে আমরা সার্ভেয়ার নিয়োগের পরও তাদের পারিবারিক বিরোধের সমাধান সম্ভব হয়নি। তিনি মান্নানের ঘরে তালা ওয়েল্ডিং করে দেওয়াকে সম্পুর্ন বেআইনী, অমানবিক ।