আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাতকানিয়া সাঙ্গু নদীর বালু গর্তে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : সোমবার ৪ মার্চ ২০২৪ ১০:০৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে সাঙ্গু নদীর পানিতে ডুবে গত কাল সোমবার ২ সহোদরের মৃত্যু হয়েছে  ।সাঙ্গু নদী থেকে অবৈধ বালু উত্তোলনের গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে। তাদের নাম মিশকাত (১১) সে বাজালিয়া রাইজিং স্টার স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। মিজবাহ (৮) সে পুরানগড় শাহ সরফুদ্দীন দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী ১ম শ্রেণির ছাত্র। 

 

ঘটনা সূত্রে জানা যায়,  অবৈধ বালু খেকোরা সাঙ্গু নদী থেকে বালু উত্তোলন করার ফলে নদীতে বিশাল আকৃতির গর্ত তৈরি হয়।  দুই ভাই দুপুরে গোসল করতে নেমে তাঁরা দুভাই বালুর গর্তে পড়ে যায় এবং  পানিতে ডুবে মৃত্যু হয়। বিকালে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পুরানগড় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক সিকদার    সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন  দুই ভাই খেলাধুলা শেষে নদীতে গোসল করতে গেলে  সাঙ্গু নদীতে ড্রেজার মেশিন   বালু তোলার গর্ত পড়ে  একই পরিবারের দুই জনের মৃত্যু হয় ।