আজ সোমবার ৬ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ ভ্যাট দিয়ে আবারো রাষ্ট্রীয় সম্মাননা পেলো সায়মন বিচ রিসোর্ট

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ০৪:১৭:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

রাষ্ট্রীয় কোষাগারে সর্বোচ্চ ভ্যাট জমা করে ধারাবাহিক তৃতীয়বারের মতো সম্মাননা পেয়েছে সায়মন বিচ রিসোর্ট।

 

রবিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লুর হলরুমে ভ্যাট কমিশনার চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে এই স্বীকৃতি প্রদান করা হয়। 

 

অতিথিদের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের সদস্য ও এক্সাইজ ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. এস এম হুমায়ন কবির। 

 

এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয়ের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এক্সাইজ ভ্যাট একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস, কর অঞ্চল-১ এর কমিশনার মোয়াজ্জেম হোসেন, দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডার্স্টির সভাপতি ওমর হাজ্জাজ ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. খলিলুর রহমান। 

 

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত কক্সবাজারের পর্যটন শিল্পের পথিকৃৎ সায়মন বিচ রিসোর্ট বিগত সময়েও সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে এনবিআর কর্তৃক সম্মাননা অর্জন করে। এনবিআর কর্তৃক সম্মাননা প্রাপ্ত সায়মন বিচ রিসোর্ট হোটেল পর্যটন নগরীর চারশ হোটেল মোটেলকে প্রতিনিধিত্ব করছে। 

 

সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল বলেন, সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) প্রদানে উৎসাহ দিতে প্রতি বছর সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই ধারাবহিকতায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩ সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে পুরস্কারের জন্য মনোনীত করা হয় কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টসহ কয়েকটি প্রতিষ্ঠানকে। তৃতীয়বারের মতো এ পুরস্কার অর্জন করেছে সায়মন বিচ রিসোর্ট।

 

তিনি বলেন, নতুন বছরে নতুন করে যাত্রা করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত পুরাতন সায়মন। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে সায়মন হেরিটেজ নামে পর্যটনখাতে যুক্ত হবে প্রতিষ্ঠানটি। 

 

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে সারাদেশের ১৩৮ প্রতিষ্ঠানকে। তারমধ্যে কক্সবাজার থেকে শুধু সায়মন বিচ রিসোর্ট মনোনীত হয়েছে।