আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১
কক্সবাজার জেলা বারের নির্বাচন

সভাপতিসহ ৯ পদে আওয়ামী লীগ, সম্পাদকসহ ৮টিতে বিএনপি-জামাতপন্থীরা

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : রবিবার ২৭ ফেব্রুয়ারী ২০২২ ১২:০২:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল  সভাপতি, সহ সাধারণ সম্পাদক (হিসাব), পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক, ৫ টি নির্বাহী সদস্যসহ ৯ টি পদ পেয়েছে।

অপরপক্ষে, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক (সাধারণ), ৪ টি নির্বাহী সদস্যসহ মোট ৮ টি পদে বিএনপি-জামায়াত মনোনীত প্যানেল বিজয়ী হয়েছেন।

জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে পৃথক দু’টি ভোট কেন্দ্রে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। রাত ১১টা পর্যন্ত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। 

দুইটি প্যানেলে নির্বাচিতরা হলেন, সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেল), সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ আবু তাহের-২, সহ-সভাপতি এডভোকেট মোঃ নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট সাহাব উদ্দীন সাহীব, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট মো. আকতার হোসেন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট বাবুল মিয়া, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম।

সদস্য পদে যথাক্রমে অ্যাড. মোহাম্মদ ইসহাক, অ্যাড. কফিল উদ্দিন চৌধুরী, অ্যাড. আমানুল হক, অ্যাড. মোহাম্মদ রিদুয়ান (আলী), অ্যাড. শবনম মুস্তারী, অ্যাড. মোহাম্মদ ছাদেক উল্লাহ, অ্যাড. মোস্তাক আহমদ চৌধুরী, অ্যাড. আবুল কাশেম ও অ্যাড. ইফতিখার মাহমুদ মুন্না।

দুই প্যানেলের বাইরে সাধারণ সম্পাদক পদে ভোট করেন এডভোকেট (অধ্যাপক) নাছির উদ্দিন। তিনি পেয়েছেন ৪ ভোট।

জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮১২ জন। ভোট কাস্ট হয়েছে ৭৬২ টি। তারমধ্যে, জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ৭৪৯ জনের মধ্যে ভোট পড়েছে ৭০১টি। চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ২ জন নির্বাচন কমিশনারসহ ৬২ জনের মধ্যে ৬১ আইনজীবী ভোট দিয়েছেন।

নির্বাচনে দুটি প্যানেলে ১৭টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী।

সিনিয়র আইনজীবী ও কক্সবাজার আইন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ বাকের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

এডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও এডভোকেট নুর উল আলম সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ, এডভোকেট নুর আহমদ-২ এবং এডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার ছিলেন।

এরমধ্যে সহকারী প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নুর উল আলম এবং কমিশনার এডভোকেট ফরিদ আহমদ নির্বাচনের দিন চকরিয়া ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেন।