সন্দ্বীপে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করছে সন্দ্বীপ থানা পুলিশ,আটককৃত ব্যক্তির নাম মোঃ সাইফুল ইসলাম জুয়েল প্রঃ এসআই জুয়েল(৪৫), পিতা-মৃত ছিদ্দিক আহম্মদ, সাং-মাইটভাঙ্গা, ০৪নং ওয়ার্ড, করিমের গো বাড়ী, সন্দীপ, জেলা -চট্টগ্রাম,জানা গেছে ২৫ জানুয়ারী রাত ৯ টার পরে সন্দ্বীপ থানার এসআই(নিঃ)/আব্দুল হালিম সঙ্গীয় ফোর্সসহ জরুরী দায়িত্ব পালনকালে (মোবাইল-০১) মুছাপুর ইউনিয়নের ধোপারহাট বাজারে অবস্থান কালীন সময়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সারিকাইত ইউনিয়নের শিবের হাট বাজারের পশ্চিম পাশে সাতঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের স্কুল গেইটের সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদক ক্রয় বিক্রয়ের জন্য কিছু লোক অবস্থান করছে । এই সময় ঐখানে রাত ৯ টা ৩০ মিনিটের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন লোক দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে করলে তাকে পুলিশ সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতার করে। পরে পুলিশ তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ২ গ্রাম, মোট ২০ পিস ইয়াবা পাওয়া যায়, প্রতিটি ট্যাবলেটের মূল্য অনুমান ৩০০টাকা মোট ৬ হাজার টাকার ইয়াবা পাওয়া গেছে। আসামীর কাছে জব্দতালিকায় সাক্ষীদের সম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদে আসামী উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং জানায় যে, পলাতক মোঃ শাকিল(২৬), পিতা-মোঃ খেলন, সাং-মাইটভাঙ্গা, ০৪নং ওয়ার্ড, জালাল সুকানীর বাড়ী, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম এর মাধ্যমে নিয়মিত ইয়াবা ক্রয় করে নিজে সেবন করে এবং বিক্রয় করে বলে জানায়। এ বিষয়ে বিষয়টি সন্দ্বীপ থানায় একটি মামলা / জিডি করা হয়েছে মামলা নং-০৯, তাং-২৬/০১/২০২৪ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(কসন্দ্বীপ থানার ওসি কবির হোসেন বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা হিসাবে মামলা রুজু করে আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।