আজ সোমবার ১ জুলাই ২০২৪, ১৭ই আষাঢ় ১৪৩১

সন্দ্বীপে হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা'২৩ অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ০৬:৩৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দেশের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি ❝শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৩ পূর্বেকার সাফল্যের ধারাবাহিকতায় এ বছর-ও ১লা ডিসেম্বর, রোজ শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সন্দ্বীপ উপজেলায় ৩ টি কেন্দ্রে যথাক্রমে সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব সন্দ্বীপ এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয়ে সারা দেশের ন্যায় সন্দ্বীপে-ও  একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সচিব প্রধান শিক্ষক  জয়নাব বেগম, মাস্টার মাধব চন্দ দাশ, আনোয়ারুল কবির ও দিদারুল আলম জানান পরীক্ষায় সন্দ্বীপে ৬৫টি স্কুল ও ৭ টি মাদ্রাসার ২য় থেকে ৮ম শ্রেণীর মোট ১০৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনার চিত্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন, চট্টগ্রাম উত্তর জেলা বৃত্তি পরিচালনা কমিটির প্রতিনিধি বোরহান উদ্দিন ও মোস্তাফিজুর রহমান জিকু।  

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যাপক ও বৃত্তি পরিচালনা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোখতার হোসেন, উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের অধ্যাপক মোশাররফ হোসেন, সন্দ্বীপ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহ-সভাপতি, মুহাম্মদ উল্যাহ খাঁন, উপজেলা বৃত্তি পরিচালক শামসুল আলম রাব্বানী, উপ পরিচালক (সার্বিক) মাসুদ সাইমুন, উপপরিচালক (নিয়ন্ত্রণ) আরিফ হোসাইন, উপদেষ্টা নুরুন্নবী রুমি, বশিরিয়া আহমদীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েতুর রহমান খান, বাংলাদেশ প্রেস ক্লাব  সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি  ইলিয়াছ  সুমন, উপজেলা বৃত্তি পরিচালনা অর্থ সচিব সাইফ মাহমুদ , পরিচালনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বেলাল উদ্দিন, নবী উদ্দিন, মোক্তাদের মাওলা, আব্দুর রব, ইসরাত, সানজিদা, নূরনবী প্রমুখ।