সন্দ্বীপে বাউরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কুদ্দের গৌ বাড়িতে কুকুর কে খাবার দেয়াকে কেন্দ্র করে, এক যুবলীগ নেত্রীর উপর হামলা হয়েছে। ঐ যুবলীগ নেত্রীর নাম কুলছুমা বেগম সুমি, তিনি সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকারী কমিটির সদস্য, (গেল ইউপির নির্বাচনে বাউরিয়া ৪,৫,৬ নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন এবং সামান্য ভোটে হেরে যান) জানা গেছে শনিবার বেলা ১২ টায় দিকে নিজ বাড়িতে কুকুর কে খাবার দিচ্ছিল সুমি, এটাকে কেন্দ্র করে জায়গা জমি সংক্রান্ত, রাজনৈতিক সংক্রান্ত বাড়িতে ডুকে জাহাঙ্গীর নামক ব্যক্তির নির্দেশে বাড়ির নাছির, আলমগীর, ও আলমগীরের স্ত্রী, দিদারের স্ত্রী, দিদার, এলোপাতাড়ি ভাবে বাঁশের লাঠি দিয়ে মারতে থাকে, এতে সুমি অজ্ঞান হয়ে পড়লে বেলা ২ টায় লোকজন ধরাধরি করে সন্দ্বীপ উপজেলা গাছুয়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করায়, বেলা ৩ টায় সুমি সন্দ্বীপ থানাকে বিষয়টি জানালে সন্দ্বীপ থানার একটি প্রতিনিধি দল গাছুয়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সুমিকে দেখতে আসে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার সাব - ইন্সপেক্টর ( নিঃ) মাইন উদ্দীন ভূঁইয়া বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্হা নিব, আহত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিলে আমরা প্রয়েজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহন করব।
এদিকে সন্দ্বীপ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী রাত ৮ টায় নিজের নির্বাচনী উপজেলা শহরে প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুবলীগ নেতা সুমির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং হামলা কারীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।