আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে মাধ্যমিক শিক্ষার ডিজিটালাইজেশন শীর্ষক কর্মশালা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : সোমবার ১৮ নভেম্বর ২০২৪ ০৭:৫৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপের সকল স্তরের  মাধ্যমিক শিক্ষাকে পূনাঙ্গ ডিজিটালাইজেশন মধ্যে নিয়ে আনতে এক কর্মশালার  আয়োজন করা হয়। 

 

সোমবার ১৮ নভেম্বর  সকাল ১০ টায় উপজেলার কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এ সেমিনারের সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

 

সভায় বক্তব্য রাখেন বাউরিয়া জিকে একাডেমির প্রধান শিক্ষক নুরছাপা, একে একাডেমির প্রধান আমিন  রসুল, মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, মধ্য সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ উদ্দিন,  সেমিনারের মূল বিষয় স্কুল মেনেজমেন্ট সফটওয়ার এর সকল মডিউল  উপস্থাপন করেন স্পেইট ইনিশিয়েটিভ লিমিটেড  সফটওয়্যার কোম্পানির  জোনাল প্রতিনিধি   সারোয়ার আফগানী

সেমিনার ডিজিটালাইজেশন শীর্ষক আলোচনা ও সকল স্কুল কলেজ  ও মাদ্রাসায় সফটওয়্যারের মাধ্যমে পরিচালনায় ব্যাপার ঐক্যমত পোষণ করা, এ বিষয়ে সকল কারিগরি সহযোগিতা প্রদান করবেন দেশের শীর্ষ সফটওয়্যার কোম্পানি স্পেইট ইনিশিয়েটিভ লিমিটেড। সেমিনারের সন্দ্বীপ সকল স্কুল ও মাদ্রাসার প্রধানগন সাংবাদিক ইলিয়াছ সুমন ও নুর মোস্তফা আলী হাসান  উপস্থিত ছিলেন।