আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে ভোট গ্রহণে প্রস্তুত ৮৪ কেন্দ্র

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : শনিবার ৬ জানুয়ারী ২০২৪ ০৩:০৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দ্বাদশ সংসদ নির্বাচনে আগামীকাল ৭ জানুয়ারি চট্টগ্রাম–(৩) সন্দ্বীপ সংসদীয় নির্বাচনী আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ভোট গ্রহণে প্রস্তুত রাখা হয়েছে ৮৪ টি কেন্দ্রে। এই আসনে সর্বমোট ভোটার সংখ্যা ২,৪১,২২৪ জন পুরুষ ভোটারঃ ১,২৩,২৬২ জন মহিলা ভোটারঃ ১,১৭,২৪৩ জন হিজরা ভোটারঃ ০২ জন সন্দ্বীপ পৌরসভাঃ ৩৭১৭৩ জনইউনিয়ন ভিত্তিক ভোটারঃ মুছাপুর মোট ভোটারঃ ৩৫০৩৭ জন মগধরা মোট ভোটারঃ ২৮৬৭০ জন সারিকাইত মোট ভোটারঃ ২১৪২৯ জন মাইটভাংগা মোট ভোটারঃ ১৯২৫১ জন বাউরিয়া মোট ভোটারঃ ১৮১১৯ জন

গাছুয়া মোট ভোটারঃ ১৫৯২৩ জন হারামিয়া মোট ভোটারঃ ১৫১৭৪ জন কালাপানিয়া মোট ভোটারঃ ১৩৬৫০ জন

সন্তোষপুর মোট ভোটারঃ ১০৫৯৬ জন রহমতপুর মোট ভোটারঃ ৭৫১৮ জন উড়িরচর মোট ভোটারঃ ৭১৯৪ জন

আমানউল্লাহ মোট ভোটারঃ ৪২৯৯ জন হরিশপুর মোট ভোটারঃ ৩৬১১ জন আজিমপুর মোট ভোটারঃ ২৭৯৫ জন

দীর্ঘাপাড় মোট ভোটারঃ ১৪৭৭ জন । সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, ভোট গ্রহণের ৮৪ টি কেন্দ্রে বুথ কক্ষ থাকছে ৫৭২ টি। সব মিলিয়ে ভোট গ্রহণের সার্বিক সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে নির্বাচনী এলাকার রাস্তাঘাটে বিজিবি, র‌্যাবের গাড়ি টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা  রক্ষায় দায়িত্ব পালন করবেন। 

জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ জন 

ম্যাজিস্ট্রেট ৫ জন

নৌ-বাহিনি ১২০ জন কোষ্টগার্ড ২৩১ জন র‍্যাব ২৫ জন বিজিবি ২ প্লাটুন ৭৪ জন  পুলিশ  ২৯৫

এক কেন্দ্রে ১২ জন ৮৪ কেন্দ্রে 

আনসার ১০০৮ জন সন্দ্বীপ সংসদীয়  আসনে প্রার্থী আছেন আট জন। তাদের মধ্যে আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা নৌকা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি স্বতন্ত্র প্রার্থী ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী ঈগল, জাতীয় পাটির এম এ সালাম লাঙ্গল,  জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মনোনীত নুরুল আকতার মশাল, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির  মনোনীত অধ্যক্ষ মুকতাদের আজাদ খান আম, বাংলাদেশ  ইসলামী ফ্রন্ট মনোনীত মুহাম্মদ উল্ল্যাহ খান মোমবাতি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আবদুর রহিম আজাদ চেয়ার, বাংলাদেশ  সুপ্রিম পাটির নুরুল আনোয়ার হিরণ একতারা।