আজ শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

সন্দ্বীপে নারী প্রগতি সংঘের হাস- মুরগী পশুপালনের উপর প্রশিক্ষন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ২০ মার্চ ২০২৪ ০৯:৩৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের উদ্যগে ১৯ ও ২০ মার্চ  সংস্থার এনাম নাহার মোড় কার্যালয়ে নারীদের জন্য হাস- মুরগী গবাদি পশু পালনের উপর ২ দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে মূল রির্সোস পারসন ছিলেন সন্দ্বীপ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আলী আজম, এতে হারামিয়া রহমতপুর পৌরসভা ও মুছাপুর এলাকার ২০ জন নারী উদ্যেগতা অংশ গ্রহন করে,  যারা সরাসরি হাস মুরগী ও গবাদি পশু পালনের সম্পৃক্ত , নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা শাহেনা বেগমের সঞ্চালনায় প্রশিক্ষনে শুভেচ্ছা বক্তব্যে  নারী প্রগতির সংঘ সন্দ্বীপ কেন্দ্রের ব্যাবস্হপক মোঃ  শামসুদ্দিন বলেন দেশের মোট জনসংখ্যার অর্ধেকের ও বেশি হচ্ছে নারী এই নারীদের কর্মসংস্হানের বাহিরে রেখে পরিবার সমাজ তথা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। নারীরা যদি পারিবারিক ভাবে হাস মুরগী ও গবাদি পশু পালনের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাদের হাতে কিছু আয় আসে, আর হাতে টাকা পয়সা থাকলে ব্রেণ বুদ্ধি বেড়ে যায়, পারিবারিক বিপদে আপদে সে ভুমিকা রাখতে পারে এবং গ্রহণ যোগ্যতা ও বাড়ে, প্রশিক্ষনের মূল বিষয়ের মধ্যে ছিল হাস মুরগী ও গবাদিপশুুর যত্ন, টিকা দেয়ার গুরুত্ব, কখন টিকা দিতে হয়, কৃমিনাশক ঔষধ ও কয় মাস পর পর কৃমির ঔষধ খাওয়াতে হয়, খুরা রোগ কি ও তার প্রতিকার, প্রশিক্ষন শেষে প্রত্যক প্রশিক্ষনার্থীকে হাস মুরগী ও পশু পালনের মুলধনের জন্য ৪ হাজার টাকা করে  প্রদান করা হয়। প্রশিক্ষনে সার্বিক সহযোগিতা করেন নারী প্রগতি সংঘের প্রগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন, বিপ্লব গুহ, ও কিরণ চন্দ্র রায়।