আজ বুধবার ১ মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
রাখছে মানব সম্পদ তৈরিতে অবদান

সন্দ্বীপে ইকরা কম্পিউটারের প্রশিক্ষন কোর্স পরিক্ষা অনুষ্ঠিত

সন্দ্বীপ প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১২ জানুয়ারী ২০২৪ ০৪:৫৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপের প্রানকেন্দ্র এনাম নাহার হাই স্কুলের মোড়ে ২০১২ সালে প্রতিষ্ঠিত ইকর্ কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার পর থেকে অনেক বেকার যুব কর্মসংস্হান তৈরীতে ভূমিকা রেখে চলছে 

তারই ধারাবাহিকতায়  উপজেলা মগধার ইউনিয়ন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত BICFT কতৃক পরিচালিত ১২ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায় সন্দ্বীপ  পাবলিক উচ্চবিদ্যালয়ে ইকরা কম্পিউটার ট্রেনিং এন্ড প্রিন্টার্স  এর  ৬ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী  পরিক্ষা অনুষ্ঠিত হযেছে।উক্ত পরিক্ষায় অংশ গ্রহন করেছে ৫০ জন ছাত্র ছাত্রী। পরিক্ষা শুরুর পর কক্ষ পরিদর্শন করেন  সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেকুল মাওলা ও স্কুল  শিক্ষক  মাহবুবুল আলম।  পরিক্ষা পর্যবেক্ষক  হিসাবে দায়িত্ব পালন করেছেন  মো: সাহিন,নাজিম উদ্দিন,মো: সোহাগ।

 

পরিক্ষা শুরুর পর  ইকরা কম্পিউটারের পরিচালক সালাউদ্দিন রনি   বলেন আমরা  যুবক ও মহিলাদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন এবং আত্ন কর্মসংস্হান প্রকল্প গ্রহনের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য বিভিন্ন প্রশিক্ষন কোর্সের সুযোগ রয়েছে।পরিক্ষা পরবর্তী  ছাত্রী  রুবিনা পারভীন পিংকি বলেন জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে হলে আজকের এই দিনে  কম্পিউটার শিক্ষার বিকল্প কিছু নেই।জীবনকে সুন্দর করে সাজাতে হলে ডিজিটাল যুগে কম্পিউটার জানা আবশ্যক। কর্মসংস্হানের বা পড়ালেখার জন্য বিদেশ যেতে চাই তাদের জন্য কম্পিউটার শিখা প্রয়োজন।