আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ০৬:২৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

আগামী প্রজম্মকে সক্ষম  করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শ্লোগানকে সামনে রেখে সন্দ্বীপে  র‌্যালী, অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এতে মহড়ায় ভূমিকম্পে করণীয়, অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এ ছাড়া ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় ব্যক্তিগত পর্যায়ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা ও রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ ভবন থেকে বের করা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। মহড়ায় সন্দ্বীপ  ফায়ার সার্ভিসের  কর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া এফ. এস. সি. ডি ভলেন্টিয়ার, রেডক্রিসেন্ট ও  সিপিপির সদস্যরা অংশ গ্রহন করেন। 

 

এ উপলক্ষে ১০ অক্টোবর  বৃহস্পতিবার  সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহযোগিতায়  উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রশাসক ও ইউএনও রিগ্যান চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিক উল্ল্যাহ,  উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন,  উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মঈনউদ্দীন , সন্দ্বীপ পৌরসভার ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান  সহ বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।