আজ শনিবার ৫ অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন ১৪৩১

সন্দ্বীপ সংসদীয় আসনের প্রার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ২৭ ডিসেম্বর ২০২৩ ১০:৩১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম ৩ সন্দ্বীপ সংসদীয় আসনের প্রার্থীদের সাথে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ বিপিএম বারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বেলা ১ টায় সন্দ্বীপ থানায় এ মতবিনিময় হয়। 

 

এ সময় পুলিশ সুপার আগামী ৭ জানুয়ারি ২৪ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহন যোগ্য করতে সব প্রার্থীদের সহনশীল আচরণ সবাই কে আচরণ বিধিমালা মেনে কাজ করা ও প্রতিদন্ধি প্রার্থী একে অপর কে সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, চট্টগ্রাম জেলা পুলিশ ও ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ। সন্দ্বীপে আটপ্রার্থীর মধ্যে ৭ জন উপস্থিত ছিলেন তারা হলেন 

হলেন   বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দুই বারের নির্বাচিত সংসদ সদস্য   মাহফুজুর রহমান মিতা , স্বতন্ত্র প্রার্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি  ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, জাতীয় পাটির মনোনীত উপজেলা জাতীয় পাটির সভাপতি এম এ সালাম ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, এনপিপির  প্রেসিডিয়াম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান,বাংলাদেশ সুপ্রিম পাটির প্রার্থী   নুরুল আনোয়ার হিরণ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ উল্ল্যাহ খান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত আবদুর রহিম আজাদ।