শিক্ষা সাংস্কৃতিক ক্রিড়া ও জনকল্যাণমুখী সংগঠন সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার কার্যকারি কমিটির সভা ২ ফেব্রয়ারি সন্ধ্যা ৭ টায় শিবের হাট বুক আইল্যান্ডে সংগঠনের সভাপতি প্রভাষক মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার সালাউদ্দিন রাজু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা এস এম আইয়ুব আলী, সহ সভাপতি মাস্টার আবুল বাশার, মাস্টার আবুল কাশেম, ইমদাদ মাহমুদ, কামরুল হাসান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মতিন, প্রধান শিক্ষক রেজাউল করিম, সাংবাদিক ইলিয়াছ সুমন, ওসমান গনি, প্রভাষক দেলোয়ার হোসেন সাইদ, মাওলানা ওবায়দুল্লাহ তরিক প্রমুখ।
সভায় জানানো হয় আগামী ২৪ফেব্রয়ারি শনিবার কাজী আফাজ উদ্দিন হাইস্কুলের মাঠে ২০২৩ সালের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন আয়োজন করা হবে। সভায় অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। মঞ্চসজ্জায় আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য আবদুল মতিন (সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাইটভাংগা ইউপি ) প্রভাষক দেলোয়ার হোসেন, প্রচার উপ কমিটির আহ্বায়ক সাংবাদিক ইলিয়াছ সুমন, সদস্য মাস্টার ওসমান গনি, আপ্যায়ন কমিটির আহ্বায়ক মাস্টার আবুল কাশেম, সদস্য কামরুল বাসার, ইমদাদ, ও জহির উদ্দিন, অভ্যর্থনা কমিটির আহ্বায়ক প্রভাষক মাহমুদুল হাসান, সদস্য সাংবাদিক ইলিয়াছ সুমন, সালাউদ্দিন রাজু, আবুল কাশেম মেম্বার, সংস্কৃতি কমিটির আহ্বায়ক রনজিৎ কুমার শীল, মাস্টার মোশাররফ হোসেন নুর, ও আবুল হাশেম।