চট্টগ্রামের বোয়ালখালীতে সংস্কার কাজ শেষ হওয়ার তিন মাসের মাথায় আমুচিয়া ইউনিয়ন জ্যোষ্টপুরা গোলক কানন বাজার কর্ণফুলী সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। ওয়াসার ভান্ডালজুড়ী পানি শোধানাগার প্রকল্পের ভারী গাড়ি চলাচলের ফলে সড়কের এ হাল হয়েছে বলে স্থানীয়রা জানায়।
স্থানীয় এলাকার বাসিন্দা সিএনজি অটো রিকসা চালক মো. জামাল উদ্দিন বলেন, সড়কটির কাজ সবে মাত্র শেষ হতে না হতেই সড়কটি দেবে গিয়ে এবং ধসে গিয়ে ঝুঁিকপূণ হয়ে পড়েছে। মূলত ওয়াসার ভারী যানবাহন চলাচলের ফলে সড়কটি নষ্ট হয়ে গেছে। এ সড়কে যান চলাচলে অনেক দুর্ভোগ পৌহাতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে,গত আড়াই মাস আগে আমুচিয়া ইউনিয়ন জ্যোষ্টপুরা গোলক কানন বাজার কর্ণফুলী সড়কটির সংস্কার শেষ হয়। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মের্সাস নাজিম এন্টার প্রাইজ গত মে মাসে ৭৩ লক্ষ ৬৭ হাজার টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার সড়কটির কাজ শেষ করেন। কিন্তু সড়কটির কাজ শেস হতে না হতে সড়কটি দেবে গিয়ে এবং ড্রেন ধসে গিয়ে সড়কে যান চলাচল ঝুঁিকপূণ হয়ে পড়েছে। এ সড়কের ঝুঁিকপূণ অংশে প্রতিদিন ছোটখাটো দূর্ঘনা লেগেই আছে। সড়কটির ৪৮ মিটার সম্পুর্ণ নষ্ট হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার এসব সড়ক ১০টন ধারণ ক্ষমতা সম্পন্ন। কিন্তু ওয়াসার ভান্ডাল জুড়ী পানি শোধানাগার প্রকল্পের কাজে ব্যবহারিত গাড়ি গুলো ৪০-৫০টন ওজনের ধারণ ক্ষমতার। তাই এসব গ্রামীণ সড়কে ওয়াসার ভারী যানবাহন চলাচলের ফলে সড়কগুলোর সংস্কার কাজ শেষ হতে না হতে নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলার সহকারি প্রকৌশলী মো. পারুক বলেন, ওয়াসার ভারী ট্রাক ,লরী চলাচলের ফলে যেহেতু সড়কগুলো নষ্ট হয়ে গেছে। সেহেতু উপজেলা প্রকৌশল অধিদপ্তর ওয়াসাকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। ওয়াসার প্রজেক্ট ডাইরেক্টর মৌখিকভাবে সড়টি মেরামত করে দেয়ার আশ্বাস দিয়েছেন। ওয়াসার এসব ভারী গাড়ি চলাচলের কারণে বোয়ালখালী বেশ কিছু সড়ক নষ্ট হয়ে গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোকারম বলেন, এ সড়কগুলোতো ছোট যানবাহন চলাচলের জন্য। কিন্তু ওয়াসার গাড়িগুলো অতিরিক্ত ভারী। তাই ধারণ ক্ষমতার অতিরিক্ত ভারী গাড়ি চলাচলের কারণে সড়কটি ধসে গিয়ে মারাত্মক ঝুঁিকপূর্ণ হয়ে উঠেছে। কাজ শেষ করে ঠিকাদার এখনো টাকাও পাইনি।
ওয়াসার প্রজেক্ট ডাইরেক্টর মো. মাহবুব আলম বলেন, রাস্তাইতো গাড়ি চলবে। তবে এ বিষয়ে প্রকৌশল অধিদপ্তরের কোন চিঠি তারা পাইনি বলে জানান তিনি।
ছবি ক্যাপসান: বোয়ালখালীর জ্যোষ্টপুরা গোলক কানন বাজার কর্ণফুলী সড়কের বেহাল দশা।