ঝুঁকিপূর্ণ মৃত পাথর অপসারণ ও সংস্কার শেষে ৬ দিন পর আগামী শুক্রবার (৪ অক্টোবর) পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা। বুধবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম।
জানা গেছে, মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায় একের পর এক ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ গত শুক্রবার ঝরনায় ঘুরতে এসে উপর থেকে পাথর পড়ে মাহবুব হাসান (৩০) নামের বেসরকারি এক ব্যাংক কর্মকর্তা নিহত হন। পরেরদিন শনিবার (২৮ সেপ্টেম্বর) খৈয়াছড়া ঝরনা সংস্কারকাজ ও পর্যটকদের সুরক্ষা নিশ্চিতের জন্য সাময়িকভাবে ঝরনায় পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করে বন বিভাগ।
বুধবার (২ অক্টোবর) দুপুরে ঝরনা সংস্কার, নিরাপত্তা, পরিবেশ দূষন রোধ, পর্যটকদের হয়রানি রোধ সহ একমতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিক্রমে আগামী শুক্রবার থেকে খৈয়াছড়া ঝরনা পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এসময় চট্টগ্রাম উত্তর বন-বিভাগের সহকারী বন সংরক্ষক হারুন অর রশিদ, বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম, বিট কর্মকর্তা মো. মামুন সহ ঝরনায় এলাকায় অবস্থানরত বিভিন্ন হোটেল মালিক, ট্যুরিস্ট গাইড ও পার্কের ইজারাদারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, খৈয়াছড়া ঝরনায় থাকা ঝুঁকিপূর্ণ মৃত পাথর অপসারণ শেষে আগামী শুক্রবার (৪ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। পর্যটকদের নিরাপত্তা, ইকো গাইডদের জন্য ড্রেস নির্ধারণ, পরিবেশ দূষন রোধ, পর্যটকদের অধিকতর সেবা প্রদানের জন্য হোটেলের খাবারের মান ও দাম নির্ধারন, অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন সহ বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।