আজ শনিবার ১১ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

শ্রদ্ধার ফুলে চট্টগ্রামে ভাষা শহীদদের স্মরণ

ইলিয়াছ রিপন | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩ ০৭:৩৩:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে  নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে মহান ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি,  সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী,  বিভাগীয় কমিশনার মো: আমিনুর রহমান এসডিসি, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, পুলিশের রেঞ্জ ডিআইজি মো: আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান,



মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন,মনসুরাবাদস্থ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো: আবু সাইদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো: সা্খাওয়াত উল্লাহ, চট্টগ্রাম ৩৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী,  জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ,রজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: মজিবুর রহমান পাটওয়ারী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, সিডিএ, গনপূর্ত অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, আনসার- ভিডিপি, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ।



সবচেয়ে জনপ্রিয়