আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
সভাপতি লায়ন খোরশেদ, সাধারণ সম্পাদক লায়ন নিজাম

শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের কার্যকরী কমিটি গঠিত

বিশেষ প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ৪ অক্টোবর ২০২৩ ০৬:০৬:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 'শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর লায়ন মো. খোরশেদ আলী এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন মো. নিজাম উদ্দিন মিজান। এছাড়া সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন নুরুল আলম।

 

চট্টগ্রাম মহানগরীর একটি রেস্তোরায় কার্যকরী কমিটির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় ৭১ সদস্যের এই কার্যকরী কমিটি গঠন করা হয়।

 

কার্যকরী  কমিটির সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেন সিকদার পারভেজ সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. খোরশেদ আলীর সঞ্চালনায় সভায় সিনিয়রদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রফিকুল ইসলাম, আরিফুর রহমান সুমন, শামসুল ইসলাম, নাজিম উদ্দিন ও

জোবায়েদ এরফান টিটু। 

 

সভার প্রথম পর্বে কমিটির অধিকাংশ সদস্যের কন্ঠ ভোটে সংবিধান (খসড়া) পাশ করা হয় এবং দ্বিতীয় পর্বে বিদায় কমিটির সমস্ত কার্যক্রম বিলুপ্ত ঘোষনা করে সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি ও ০৭ সদস্যের কার্যকরী উপদেষ্টা কমিটি ঘোষনা করেন সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেন সিকদার পারভেজ।

 

কার্যকরী উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন,

লায়ন মো. সাখাওয়াত হোসেন সিকদার (পারভেজ), মো. আরিফুর রহমান (সুমন), মো. শামসুল ইসলাম লেফটেন্যান্ট কর্ণেল এ এস এম নাছের, পিএসসি, জি+, ডা. মোরশেদ আলী, জোবায়েদ এরফান চৌধুরী (টিটু)। 

 

কার্যকরী কমিটির অন্যান্য পদ প্রাপ্তরা হলেন, প্রকৌশলী শওকত ওসমান (ছগীর), সায়মা আক্তার সিদ্দিকা, মো. শহীদুল ইসলাম (রিটন), এরশাদ হোসেন হিরু, এরশাদ আলী চৌধুরী, মোসাদ্দেকুর রহমান সিকদার (আজাদ), লায়ন মো. আমান উল্লাহ, নিয়াজ মাহমুদ তারেক সিকদার, ফয়সাল মো. গিয়াস উদ্দিন (সুমন), মো. মিজানুল হক হিরু, আহসান উল্লাহ সানি, তৌফিকুল আজিজ চৌধুরী, মো. এমরানুল ইসলাম সিকদার, তানজিনা চৌধুরী সোলতানারা বেগম (রিকু), আনিসুল ইসলাম, নাজমুস সাকিব আল জায়েদ চৌধুরী, সালাউদ্দিন শিবলু।

 

আরাফাতুল ইসলাম, ইমরান বিন আউয়াল, আবদুল আজিজ, তানজিমুল ইসলাম, সামির মোহাম্মদ জামাল, এ্যাডভোকেট মাবুদ আল জিহাদ, এ্যাডভোকেট শহীদুর রহমান সিকদার, সাহাব উদ্দিন, আজাদ হোসেন সাব্বির, মোকাদ্দেছুর রহমান সিকদার (শমশেদ), ডা. মোঃ রুস্তম আলী (রোকন), মো. মিজানুর রহমান রোকন, আজমুল হুদা সেন্টু, সিহাব মুহাম্মদ তারেক, সাব্বির হোসেন রাজ, ডা. মোঃ গিয়াসউদ্দীন জামশেদ, ডা. মো. কামরুল হাসান, ডা. জাহেদ হোসেন, সাইফুল ইসলাম, বোরহান উদ্দিন, আজিজুল ইসলাম, পলাশ চক্রবর্তী, প্রকৌশলী মো. ফারুকুল ইসলাম, জাহেদুল ইসলাম, সাবের আহমেদ কায়সার, রফিকুল হাসান, আবদুর রহিম, শেফায়েতুর রহমান সিকদার।

 

মো. হারুন-অর-রশিদ, মোঃ নাজিম উদ্দিন, প্রকৌশলী ইকরাম খান (যোহান), আতাউর রহিম আরমান ছিদ্দিকী, তৌফিক ইসলাম, ইমন দাশ, রিয়াদ হোসেন, এনামুল রায়হান, সিফাত মোস্তাফা, উম্মে হাসনা (জনি), আরকান মাহমুদ, জুনায়েদ ইবনে আলী সিকদার, জাকের হোসাইন মো. দেলোয়ার হোসেন, আপন সিকদার, মেহেদি হাসান রিয়াজ, আনিকা শাহরিন, মাসুম পারভেজ আহমেদ ফিরোজ, এস. এম ফয়েজসহ প্রমুখ। 

 

সভায় উপস্থিত সকলে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের কার্যক্রমে সর্বাত্বক অংশগ্রহনের প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়া “সোহার্দ্য, বন্ধন, সম্প্রীতি” এই সোগানকে সামনে রেখে পরিষদকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



সবচেয়ে জনপ্রিয়