আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে সন্দ্বীপে এস.ডি.এফ ট্যালেন্ট শো অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : সোমবার ৪ মার্চ ২০২৪ ০৮:২৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপের শিক্ষা সামাজিক সাংস্কৃতিক ও  উন্নয়নমূলক সংগঠন স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম সন্দ্বীপ  এর আয়োজনে সাধারণ জ্ঞাণ ভিত্তিক ট্যালেন্ট শো অনুষ্ঠিত হয়েছে।

 

৪ মার্চ সোমবার সকাল ১০টা হতে কাজী আফাজ উদ্দীন হাই স্কুলের অডিটরিয়ামে স্কুলের শিক্ষার্থীদের সতেষস্পূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ৮টি টিমে ভাগ হয়ে পর্ব আকারে কম্পিটিশন করে। এর মধ্যে থেকে গ্র্যান্ড ফাইনালে ২টি টিম উত্তীর্ণ হয়। পরে ফাইনালে কম্পিটিশনে এসে পদ্মা টিম চ্যাম্পিয়্যান এবং তিতাস টিম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

 

কম্পিটিশন শেষে প্রোগ্রাম স্থলে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিওডি চেয়ারম্যান আব্দুর রহমান ইমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাজী আফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল হান্নান, সাউথ সন্দ্বীপ কলেজ এর প্রভাষক ও সংগঠনের উপদেষ্টা কাজী মাহবুবুর রহিম, কাজী পাড়া ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাজী আকতার হোসেন, সমাজ সেবক ইবনুস সারমান ইরান, ইউপি সদস্য ইসমাইল হোসেন শান্ত, সাংবাদিক ইলিয়াছ  সুমন, শুভাকাঙ্খি মাষ্টার রিপন , মাষ্টার কিরণ, রিয়াল স্টার ক্লাবের সভাপতি মোঃ শোয়াইব, ইচ্ছেশক্তি ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার আহ্বায়ক  নজরুল নাঈম, মিনহাজুর রহমান সহ অনেকেই।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মিজানুর রহমান, আবু সায়েদ, মোঃ রাকিব। 

 

এসময় অতিথিরা বলেন- স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম সন্দ্বীপের শিক্ষা অঙ্গণে আলো ছড়ানো একটি সংগঠন। এই সংগঠনের প্রত্যেকটা আয়োজন সৃজনশীল এবং দ্বীপের শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখবে।