আজ রবিবার ১০ নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা

নুর মোহাম্মদ বাবু,কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ অগাস্ট ২০২২ ০১:০০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম
কারিগরি ডিপ্লোমা কোর্স ৪ বছরের পরিবর্তে শিক্ষামন্ত্রী ৩বছরের রূপান্তর বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

৪ বছরের কারিগরি ডিপ্লোমা কোর্স ৩ বছরে রূপান্তরের ঘোষনায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) শিক্ষার্থীরা  প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার (২৪আগস্ট) বেলা ১২টায় বিএসপিআই শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে ইনস্টিটিউটে এসে শেষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে  ঘোষণা দেয় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি যে সিদ্বান্ত নিয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।  ৩ বছর নয়, কোর্স ৪ বছর চায় শিক্ষার্থীরা। এ  দাবি মানা না হলে আন্দোলন চলার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এবং ৪ দফা কর্মসূচির ঘোষণা দেন।

 রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে  ৪ দফা কর্মসূচির ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অটোমোবাইল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের ছাত্র মো.খোকন। এবং বক্তব্য রাখেন  সিভিল উড ডিপার্টমেন্টে ৭ম পর্বে অধ্যয়নরত ফয়সাল হোসেন বাতিন। শিক্ষমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ সময় সিভিল উড ডিপার্টমেন্টে ৭ম পর্বে অধ্যয়নরত ফয়সাল হোসেন বাতিন বলেন, শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা আমাদের জন্য যথোপযোগী নয়। আমরা এমন সিদ্ধান্ত মানি না। বিক্ষোভ সমাবেশে আরো বলা হয় ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় কেন্দ্রিয় সম্মেলনে ডিপ্লোমা কোর্সকে চার বছর রাখার জন্য শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বা ঘোষণা না দিলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ পরবর্তী আন্দোলনের রূপরেখা প্রণয়ন করা হবে বলে ঘোষনা করে।