আজ রবিবার ১৯ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

শিক্ষক বাতায়নের অ্যাম্বাসেডর ও ভিইসি'র প্রতিনিধি হলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় শিক্ষক নুর জামাল

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২২ অগাস্ট ২০২২ ০৮:১৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গামাটি জেলার শিক্ষক বাতায়নে অ্যাম্বাসেডর  ও ভিইসি'র প্রতিনিধি নির্বাচিত হলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুর জামাল।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক এনোভেটিভ টু এ্যসপায়ার প্রকল্পের শিক্ষক বাতায়নের রাঙ্গামাটি জেলার আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর ও ভার্চুয়াল এডুকেটর কোলাবরেশনের রাঙ্গামাটি জেলার প্রতিনিধি নির্বাচিত হন ঐ শিক্ষক। তিনি করোনাকালীন ও পরবর্তী সময়ে কাপ্তাই উপজেলায় অনলাইন ক্লাস বাস্তবায়ন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করণে বিশেষ ভূমিকা পালন করেন।

নুর জামাল ২০১৬ সালে এনটিআরসিএ এর মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়ে সহকারী শিক্ষক হিসেবে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি অত্র জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ব্যবসায়ী মো. নায়েব আলী সওদাগরের বড় সন্তান। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার সমাপ্ত করেন। এলএলবি সম্পন্নকারী এ গুণী শিক্ষক বর্তমানে শিক্ষায় ডিগ্রি অর্জনে অধ্যয়নরত আছেন। অনলাইনে সারাদেশের শিক্ষকবৃন্দের প্লাটফর্ম শিক্ষক বাতায়নের অ্যাম্বাসেডর ও ভিইসির প্রতিনিধি হওয়ায় তিনি এটুআইয়ের অভিজিৎ সাহা, ভিইসির মহিউদ্দিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে সারাদেশের সাথে তাল মিলিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে শিক্ষার ক্ষেত্রে আইসিটির ব্যবহারে শিক্ষকদের গুণগত মান বৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধিকল্পে ভূমিকা রেখে জাতিসংঘ ঘোষিত এসডিজি-৪ অর্জনে কাজ করে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।