আজ সোমবার ১৩ মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

শিক্ষক ও এইচএসসি-২০২২ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আয়ুব মিয়াজী, চট্টগ্রাম দক্ষিণ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ ১১:২৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভাধীন দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায় অনুষ্ঠান শেষে বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৭ই অক্টোবর) প্রতিষ্ঠান মিলনায়তনে পরিচালনা পরিষদ এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ নুরুল আবছার এর সভাপতিতে, প্রভাষক মোঃ সোলায়মানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব গোলাম মোস্তফা, সভাপতি- অত্র প্রতিষ্ঠান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোলায়মান, চেয়ারম্যান- গ্রীণ হাসপাতাল ও সহ সভাপতি- আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু শিক্ষাই নয় এই প্রতিষ্ঠান হলো আলোকিত মানুষ গড়ার কারখানা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে অংশ গ্রহণ করতে হবে। প্রধান বক্তা বলেন, নিয়মিত অধ্যবসায়ের বিকল্প নেই, শুধু শিক্ষিত হলেই হবে না তোমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে। এছাড়াও সভাপতি বিদায়ী প্রভাষক মাহমুদ হাসান জালালী, বাবলা ও মোঃ হাবিবুল্লাহ এর প্রতি বলেন, দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের শিক্ষকতার দায়িত্ব পালনের পর উন্নত ভবিষ্যতের আশায় নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনারা বিদায় যেনো এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাইতো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। আমাদের হৃদয়-মন আজ বিষ্ণননতায় আচ্ছন্ন; আমাদের চোখ আজ অশ্রæ ছল ছল, পরে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। শেষে বিদায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রতিষ্ঠান ও আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোঃ লোকমান হাকিমের পক্ষ থেকে সোলায়মান সাহেব উপহার সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকার মধ্যে প্রভাষক আলম উদ্দীন, আরমান হোসাইন, রিপন চক্রবর্তী, আবু হেনা মোঃ মিশকাত এবং সহকারি শিক্ষক ফোরকান, বিমল, কমরু, রুপন, আবু তাহের পারভেজ, শামীমা, নাহিদা, মফিজুর রহমান, কবি ও লেখখ জাহাঙ্গীর, এমরান, নাছির উদ্দীন এবং কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সর্বশেষ মাওলানা মোঃ নাজিম উদ্দীনের পরিচালনায় মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পাপ্তি হয়।