আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

শালিক, কাসুন্দীসহ চার রেস্তুরাঁকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : রবিবার ৯ জানুয়ারী ২০২২ ০৪:৫৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

লাইসেন্স ব্যতীত হোটেল ও রেস্তুরাঁ পরিচালনার অপরাধে পর্যটন শহরের চারটি খাবারের প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার (৯ জানুয়ারি) পৃথক অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

 

অর্থ দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ হলো-  শালিক রেস্তুরাঁ, কাসুন্দী রেস্তুরাঁ, ইকরা বীচ হোটেল ও হোটেল সী ওয়ার্ল্ড।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, পর্যটন শহরের বেশ কিছু রেস্তুরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছে। অতিরিক্ত দাম আদায়ের অভিযোগও আছে অনেক খাবারের দোকানের বিরুদ্ধে। 

 

রবিবারের অভিযানে লাইসেন্স ব্যতীত হোটেল ও রেস্তুরাঁ পরিচালনার অপরাধে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর আওতায় চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন র‍্যাব-১৫ কক্সবাজারের সদস্যবৃন্দ।