আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

শহীদ মিনারে চন্দনাইশ সাংবাদিক ঐক‍্য ফোরামের শ্রদ্ধা নিবেদন

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) | প্রকাশের সময় : বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ ০৭:৫১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

ভালোবাসা ও শ্রদ্ধার সাথে ভাষা শহীদদের স্মরণ করে সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষ থেকে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চন্দনাইশ সাংবাদিক ঐক‍্য ফোরামের নেতৃবৃন্দ।

বুধবার   (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আবু তোরাব চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সদস‍্যরা যথাযোগ্য শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি আবু তোরাব চৌধুরী, বর্তমান সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান চৌধুরী, তথ‍্য প্রযুক্তি ও সাহিত‍্য বিষয়ক সম্পাদক আনোয়ার আবীরসহ সদস্যবৃন্দ।