লোহাগাড়ার চুনতি সুফিনগর দরগাহ মোড়া লুতু মিয়ার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১টি বালু উত্তোলনের শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।
সোমবার (১ আগস্ট) ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া থানার এসআই সাইদুল ইসলাম প্রমূখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন- উপজেলার চুনতি সুফিনগর দরগাহ মোড়া লুতু মিয়ার ঘোনা এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে ৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনের ১টি শ্যালো মেশিন ধ্বংস করা হয় এবং পাইপ ধ্বংস করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।