লোহাগাড়ায মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, লাইসেন্স না করা সহ বিভিন্ন অপরাধে তিন হোটেল মালিকের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলর চুনতি ডেপুটি বাজারে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
জরিমানা আদায়কৃত হোটর সমূহ হচ্ছে- চুনতি ডেপুটি বাজারের রাজ হোটেল, মায়ের দোয়া হোটেল ও শাহাবুদ্দিন হোটেল। তারা প্রত্যেকে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, চুনতি ডেপুটি বাজারে অভিযান পরিচালনা করে মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, লাইসেন্স না করা সহ বিভিন্ন অপরাধে তিন হোটেল মালিকের কাছ থেকে জরিমানা আদয় করা হয়। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।