আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় হাতির আক্রমনে কৃষকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৮ ডিসেম্বর ২০২৩ ০৮:৩২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমনে সাহেব মিয়া (৭০) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার আধুনগর সিকদার পাড়া এলাকার মৃত সোলতান আহমদের ছেলে।

 

সোমবার (১৮ ডিসেম্বর) লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ার পূর্ব পাশে ভাদুইল্লার ডুরি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জযনুল আবেদীন জনু বলেন, সাহেব মিয়া পেশায় এজন কৃষক। প্রতিদিনের ন্যায় পানের বরজে কাজ করতে গেলে ঘটনার দিন বন্যহাতির পাল তার পানের বরজে আক্রমন করলে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

 

সাতগড় বনবিট কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্যহাতির আক্রমনে সাহাব মিয়া নামের এক বৃদ্ধ কৃষক নিহত হওয়ার ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নিহদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেন এই কর্মকর্তা।