চট্টগ্রামের লোহাগাড়ায় মারছা পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুকোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান (২০) উপজেলার আধুনগর কুলপাগলী এলাকার মো. বাবুলের ছেলে ও চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল এর ছাত্র।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, কক্সবাজার মূখি যাত্রবাহী মারছা পরিবহনের একটি বাসে (চট্টমেট্রো ব: ১১-১১৪৮) ও লোহাগাড়ার মূখি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যায়।
দোহাজারি হাওয়ে থানার ইনচার্জ আবু কাওছার বলেন, বাস-মোটর সাইকেল সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলার রুজুর প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।