আজ শুক্রবার ১০ মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১

লোহাগাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া | প্রকাশের সময় : শুক্রবার ২ ডিসেম্বর ২০২২ ০৬:৪৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনুর বিরুদ্ধে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ তুলে সাংবাদ সম্মেলন করেছে ভুক্তরেভোগী পরিবার। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়ার দরবেশহাট রোডস্থ এম.আজিজ সেন্টারে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোহাগাড়া সদর দক্ষিণ সুখছড়ি গোল মোহাম্মদ পাড়া এলাকার মো. আজিজ উদ্দিনের স্ত্রী শামসুন্নাহার। লিখিত বক্তব্যে তিনি বলেন, লোহাগাড়া সদর বোয়ালিয়াকুল এলাকায় লোহাগাড়া মৌজার দলিল নং ২৮৯৭, বিএস নামজারি খতিয়ান নং-৭০৫১, তৎ দাগ নং- ১০৯৭/১০৯৮ এ ২৬ শতক জায়গা ২০০৭ সনে আমার স্বামী নিজ নামে খরিদ করেন। দীর্ঘদিন ধরে উক্ত জায়গা আমাদের দখলে রয়েছে। আমার স্বামী কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাবার সুবাদে গত ১ ডিসেম্বর সকালে নুরুল হক নুনুর নেতৃত্বে বাবুল, ইট, সিমেন্ট স্তুপ করে বাউন্ডারি ওয়াল তৈরি করার চেষ্টা করে। পরে জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনাস্থলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেন। তিনি বারো বলেন, যেকোন সময় আমার স্বামীর দখলীয় জায়গা জোরপূর্বক দখল করে বড় ধরনে অঘটন ঘটিয়ে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগতেছি। এ ব্যাপারে উর্ধ্বতন মহলের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তিনি। অভিযুক্ত নুরুল হক নুনুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গা জমি কাগজে কথা বলবে। আমার জায়গায় আমি সীমানার ওয়াল দিচ্ছিলাম। উপজেলা চেয়ারম্যান ও ওসি সাহেবের অনুরোধে কাজ বন্ধ রেখেছি। এখানে জবর দখলের কিছুই নেই। এসময় উপস্থিত ছিলেন- এম.এ আজিজের স্ত্রী শামসুনন্নাহার, ছেলে মো. আসিফ, মো. আসলাম উদ্দিন, ভাবি সোমাইয়া, বোন রাশেদা বেগম ও লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।